মাগুরায় শিশু আনন্দ মেলা শুরু

‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলায় শিশু থাকবে সুরক্ষায়’ এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার মাগুরায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি শিশু মেলা। ‘শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কামর্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায়’ শহীদ সৈয়দ আতর আলী গণগন্থাগার চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায়,জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে আতর আলী গণগন্থাগার চত্বরে এসে শেষ হয়। সেখানে শিশু মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। মেলায় ১১টি ষ্টলে শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এর পাশপাশি অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান