মাদককে না বলুন: সমাজকল্যাণ মন্ত্রী

মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌরসভা চত্বরে মাদকবিরোধী এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পরিবার, স্কুল  এবং কর্মপরিবেশে মাদককে না বলার চর্চা আরো বাড়াতে হবে।মাদক একটি মরণ ব্যাধি। সমাজের সর্বস্তরে এর প্রবেশ ঠেকাতে হলে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানই নয়, সমাজের সকলকে মাদকবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আজিজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক সরকার, মাদকমুক্ত সমাজ কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাজার/আরজেড