মাদক মামলার আলাদা ট্রাইব্যুনাল নয়, মন্ত্রিসভায় বিল অনুমোদন

মাদক সংক্রান্ত অপরাধের বিচার নির্দিষ্ট আদালতে করার জন্য মন্ত্রিসভা সোমবার একটি সংশোধিত বিলের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এতে মাদক মামলা বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল স্থাপনের ধারাটি তুলে দেয়া হয়েছে। বিপুল পরিমাণ মাদক মামলার জট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ(সংশোধন)বিল, ২০২০’অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব(সমন্বয় ও সংস্কার)শেখ মুজিবুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের জানান, মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ও জট কমাতে এখতিয়ার সম্পন্ন আদালতে এগুলোর বিচারের জন্য বিলটি আনা হয়েছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৪ ধারা অনুযায়ী বিচারের জন্য কতগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল স্থাপনের কথা ছিল। কিন্তু আইন ও বিচার বিভাগ প্রশাসনিক কারণে এখনও কোনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল স্থাপন করতে বা অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজদের ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে পারেনি। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা মামলার পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ায় সেগুলো নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে। সচিব আরও জানান, নতুন বিলের মাধ্যমে আইনটির মোট ২২টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এছাড়া, বিদ্যমান বাংলাদেশ পর্যটন করপোরেশন অধ্যাদেশ, ১৯৭২-এর কিছু সমস্যা ও অস্পষ্টতা দূর করতে মন্ত্রিসভা নীতিগতভাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন বিল, ২০২০ এর খসড়া অনুমোদন করেছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান