মানিকগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৮, হাসপাতালে ভর্তি ১৫৩ জন

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন।

সোমবার সকাল পর্যন্ত জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫৩।

জেলায় এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪৬৯ জন। এদের মধ্যে বেশীরভাগই মানিকগঞ্জের রোগী। কিছু রোগী আছে ঢাকা থেকে এসে ভর্তি হয়েছেন।

রোগীরা জানান, চিকিৎসাসেবা ভালো চললেও তাদের রক্ত পরীক্ষা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়। এতে তারা ভোগান্তিতে পড়ছেন।

২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. লূৎফর রহমান জানান, ঈদের পর নতুন করে ডেঙ্গু রোগী বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। শুধুমাত্র ডেঙ্গু রোগীদের জন্য তিনটি ওয়ার্ডে শতাধিক সিট রাখা হয়েছে। বাধ্য হয়ে অন্যরোগীদের মেঝেতে রাখা হচ্ছে।