মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৪৭ শতাংশ

বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে ফেব্রুয়ারিতে থাকা সাধারণ মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে মার্চে ৫ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে মাসিক ভোক্তা মূল্য সূচক প্রকাশকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, ‘মার্চে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা যায়, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত খাতে গত মাসে মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ২৯ শতাংশ হয়েছে। ফেব্রুয়ারি মাসে তা ছিল ৫ দশমিক ৫১ শতাংশ।

মার্চে মাছ, মাংস, সবজি, ভোজ্য তেল, ফল ও অন্যান্য খাদ্যপণ্যের দাম বেড়েছে বলে বিবিএসের তথ্যে দেখা যায়।

আজকের বাজার/এমএইচ