মালিতে সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ জিহাদি নিহত

মালির পূর্বাঞ্চলে ব্যাপক সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ জিহাদি নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার এ দেশে নিরাপত্তা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় তাদের মধ্যে এমন সংঘর্ষ হলো। সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ওই সূত্র জানায়, মালির উত্তরপূর্বাঞ্চলীয় তাবানকোর্ট শহরের কাছে একটি টহল দল সোমবার হামলার শিকার হওয়ায় মালি ও নাইজার বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়।
সামরিক সূত্র জানায়, এ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অপরদিকে অভিযানে ১৭ জিহাদি নিহত ও শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে।
এরআগের এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ফরাসি ও নাইজার বাহিনী পাল্টা অভিযানে অংশ নিয়েছে।
সোমবারের অভিযান ছিল সামরিক বাহিনীর জন্য বড় ধরনের আরেকটি ক্ষতি।
২০১২ সালে মালির উত্তরাঞ্চল জিহাদিদের হাতে চলে যায়। পরে ফরাসি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।