মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি: প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তবে যে ১০ এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়ান সরকার অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন,  মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে সেদেশের সরকার বাংলাদেশকে কিছুই জানায়নি। তাই ভুক্তভোগীদের দরখাস্ত দিয়ে অভিযোগ করতে পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, যে ১০ এজেন্সির মাধ্যমে লোক নেওয়ার কথা বলা হচ্ছে তাঁর নিয়ন্ত্রণ মন্ত্রনালয়ের হাতে নেই।

মন্ত্রী বলেন, যেই ১০ এজেন্সির মাধ্যমে লোক নেওয়ার কথা বলা হচ্ছে তাদের আমরা নিয়ন্ত্রণ করি না। তাদেরকে মালয়েশিয়া সরকার কাজ দিয়েছে। যেহেতু একটা অভিযোগ উঠেছে আমি তাদের শোকজ করবো, জানতে চাইবো এমন কেন করেছে তারা। এর আগে এই বিষয়ে ডাটা সংগ্রহ করে নিই।

সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, আমার পরিবারের কেউ ঢাকাতে আসেও না, ম্যান পাওয়ারের ব্যবসাও করে না।

আজকের বাজার/এমএইচ