মাশরাফির দুঃসময়ে পাশে দাড়ালেন তামিম

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খারাপ সময় পার করছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তিন ম্যাচে ১ উইকেট শিকার করেছেন এ ডানহাতি পেসার। আর তাতেই তার সমালোচনা শুরু হয়েছে। এমনকি দল থেকে বাদ দেয়ারও দাবি উঠেছে।

দলের অধিনায়কের এমন সমালোচনায় চুপ থাকতে পারেননি ওপেনার তামিম ইকবাল। সমালোচনাকারীদের ধুয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতিতে মাশরাফির অবদানের কথা স্মরণ করিয়ে দেন।

তামিম বলেন, ‘মতামত দেয়ার আগে গত ১০-১৫ বছর ধরে তিনি বাংলাদেশের জন্য কি করেছেন সেটা চিন্তা করা দরকার। কে তার সমালোচনা করছে সেটা জানাও গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘মাশরাফি এমন একজন যিনি আমাদের এখানে এনেছেন। তিনি এখন যে সম্মান পাচ্ছেন তার চেয়ে বেশি ডিজার্ভ করেন। বিশ্বকাপের মতো বড় আসরে অনেকেই খারাপ সময় পার করেন। চ্যাম্পিয়ন দলেরও সকল খেলোয়াড় ভালো পারফর্ম করতে পারে না। আমি মনে করি মাশরাফির নেতৃত্ব এবং দলের সাথে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

মাশরাফিকে নিয়ে চলা সমালোচনায় টিম ম্যানেজার খালেদ মাহমুদও হতাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আগের ম্যাচে মাশরাফি ভালো বল করতে পারেনি। এটা সত্য এবং অনেক খেলোয়াড়েরই খারাপ সময় আসে। আধুনিক ক্রিকেটে অনেক ভালো বলেও ব্যাটসম্যানরা বাউন্ডারি মারতে পারেন।’

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। টাইগাররা ইতোমধ্যেই চারটি ম্যাচ খেলেছেন। ১টিতে জয় আর দুটিতে পরাজয় বরণ করেছেন মাশরাফি বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আজকের বাজার/এমএইচ