মাহমুদউল্লাহ একাদশকে হারিয়ে বড় জয় নাজমুল একাদশের

চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশকে বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল একাদশ।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মুশফিক, আফিফদের দিয়ে গড়া নাজমুল একাদশ।

দুই ম্যাচে হারায় ফাইনালে যাওয়ার সমীকরণ মাহমুদউল্লাহ একাদশের জন্য কঠিন হয়ে গেল।

টসে জিতে প্রথমে নাজমুল একাদশকে ব্যাটিংয়ে পাঠায় মাহমুদউল্লাহ একাদশ। আফিফের দুর্দান্ত ৯৮ রানে ভর করে তারা ২৬৪ রান সংগ্রহ করে। জবাবে ৩২.১ ওভারে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ একাদশ।

নুরুল হাসান সোহান এবং লিটন দাস মাহমুদউল্লাহ একাদশের হয়ে সর্বোচ্চ ২৮ ও ২৭ রান করে করেন। অন্যরা আবারও হতাশ করেন।

ইমরুল কায়েস (৪), মমিনুল হক (১৩) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১১) ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি।

নাজমুল একাদশের হয়ে ডানহাতি পেসার আবু জায়েদ রাহি ও ডানহাতি স্পিনার নাসুম আহমেদ যথাক্রমে ৩৪ ও ২৩ রান খরচায় ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া রিশাদ হোসেন ২টি ও আল আমিন হোসেন ১টি উইকেট লাভ করেন।

এর আগে আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নাজমুল একাদশ। ১০৮ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৯৮ রান করে রানআউট হন আফিফ। এছাড়া আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ৫২ রানের ইনিংস উপহার দেন। ইরফান শুকুর অপরাজিত ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তৌহিদ হৃদয় ২৭, সৌম্য সরকার ১৩ ও নাজমুল ৩ রান করেন।

মাহমুদউল্লাহ একাদশের হয়ে রুবেল ৫৩ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া এবাদত হোসেন ৬০ রান খরচায় নেন ২টি উইকেট।