মাহে রমজানের আগেই টিসিবি’র পণ্য পাবে ক্রেতারা

পবিত্র মাহে রমজান শুরুর ১ সপ্তাহ আগে থেকেই খোলা বাজারে কম দামে নিত্য পণ্য বিক্রি করবে টিসিবি। রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবির।

হুমায়ুন কবির জানান, সারাদেশে ট্রাক সেল ও ডিলারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। এসব পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে বেশ কম হবে।

তিনি বলেন, আমাদের সারাদেশে ২,৭৮৪ জন ডিলার আছে, ১৮৭ টি খোলা ট্রাকের মাধ্যমে গতবছর আমরা পণ্য বিক্রি করেছি। এ বছরও আমাদের সেরকম পরিকল্পনা রয়েছে। এছাড়া আমাদের ১০টি বিক্রয়কেন্দ্র আছে। মুল্য বাজারের চেয়ে সহনীয় হবে।

এদিকে গত রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, দেশে এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে। সুতরাং রমজানে কোনো পণ্যের দাম বাড়বে এমন সুযোগ নেই।

মূলত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেয়াজ, রসুন, আদা হলুদ, খেজুর ইত্যাদির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। তাই এবারের রমজানে কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে সরকার।

এস/