মিয়ানমারে শতাধিক আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত!

মিয়ানমারে সামরিক বাহিনীর একটি বিমান শতাধিক আরোহীসহ নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির সঙ্গে স্থানীয় সময় দুপুর ১ টা ৩৫ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হয়। এটি দেশটির মাইক থেকে ইয়াঙ্গুনে যাচ্ছিল।

মিররের খবরে বলা হয়েছে, আন্দামান সাগরে এটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে অনুসন্ধান কাজ শুরু হয়েছে। বিমান আরোহীরা সেনা সদস্যদের আত্মীয় স্বজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এয়ারপোর্টের একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন্য যাত্রী ও ১১ জন ক্রু ছিল।

কী কারণে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বা বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে একটি সূত্র এএফপিকে বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এটা হতে পারে বলে আমরা মনে করছি। কারণ, বিমানটি যে পথে গেছে, সে পথের আবহাওয়া ভালো ছিল।

আজকের বাজার : এলকে /এলকে ৭ জুন ২০১৭