মুজিববর্ষে রাঙ্গাবালী ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

মুজিববর্ষ উপলক্ষে পথে থাকা মানসিক ভারসাম্যহীদের নিজ অর্থায়নে পোশাক কিনে দিয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান।মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাট বাজার ও পথের পাশে থাকা মানসিক ভারসম্যহীনদের গায়ে নতুন পোশাক পরিয়ে দেন তিনি। করোনাভাইরাসের কারণে সারা দেশে সকল প্রকার জনসমাগম করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। করোনা প্রতিরোধে বন্ধ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জমকালো আয়োজনও।

এ কারণে সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতেও মুজিব বর্ষের বড় অনুষ্ঠান হচ্ছে না। সরকারিভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও বঙ্গবন্ধুর জন্মদিনে ব্যতিক্রমী এই কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার নিজ অর্থায়নে পথের পাশে থাকা মানসিক ভারসম্যহীনদের পরনের পোশাক কিনে দিয়েছেন। উপজেলার বিভিন্ন হাট বাজার ও এলাকায় ঘুরে ঘুরে মানসিক ভারসম্যহীনদেরকে নতুন শাড়ি, সালোয়ার, গেঞ্জি, লুঙ্গি ও প্যান্ট পরিয়ে দেন ইউএনও মাশফাকুর রহমান।

স্থানীয় মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিপু তালুকদার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগটি ভালো লেগেছে। আমরা তার এই মানবিক কাজকে স্বাগত জানাই। মুজিব বর্ষে এই কাজটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই যাতে ভালো কাজের মাধ্যমে মুজিববর্ষকে উদযাপন করতে পানি সেই কামনা করি।’

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, রাতে ঘুমাতে গিয়ে একটি সিদ্ধান্ত নেই যে, মুজিব বর্ষে যেহেতু বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই আগামীকাল সকালে একটি ভালো কাজ করব। চিন্তা করে দেখলাম সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত হচ্ছেন মানসিক ভারসাম্যহীনরা। তাই ভাবলাম তাদেরকে একটু খুশি করা বা আনন্দ দেয়া যায় কিনা। এরপর সকালে একাই গাড়ি নিয়ে বেড় হয়ে গেলাম। পথের পাশের মানসিক ভারসম্যহীনদের গায়ে নতুন পোশাক পরিয়ে দিলাম। এটা করে আমার খুব ভালো গেলেছে। আসলে আমাদের মতো এদেরও জীবন আছে। এদেরকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ’ সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার