মুন্সিগঞ্জে আরও ৭ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২০৪

Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

মুন্সিগঞ্জে নতুন করে আরও সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। জানা গেছে, সোমবার নিপসমে পাঠানো ৭২টি নমুনার মধ্যে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে চারজন, শ্রীনগরে দুজন ও লৌহজংয়ের একজন রয়েছেন। এদের মধ্যে সদরের মিরকাদিমের এক পুরুষ (৪০) মঙ্গলবার মারা গেছেন। সদরের অপর শনাক্তরা হলেন- মানিকপুরের এক নারী (২৩), নয়াপাড়ার নারী (৫৫), মাঠপাড়ার পুরুষ (৬৪)।

শ্রীনগরের শনাক্তরা হলেন উপজেলা হেলথ কমপ্লেক্সের শিশু (২) ও বেজগাঁওয়ের পুরুষ (৩২)। এছাড়া লৌহজংয়ে পুরুষ (৩১) শনাক্ত হয়েছে। লৌহজংয়ে শনাক্ত ব্যক্তির ঠিকানায় রাজশাহী লেখা আছে। তিনি লৌহজং থেকে নমুনা দেয়ায় তার রিপোর্ট এখানে এসেছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান