মুমিনুলের পর মুশফিকের সেঞ্চুরিতে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতে কিছুটা বিপর্যয় দেখা দিলেও মুমিনুল ও মুশফিকের ব্যাটে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। এখন প্রযন্ত ৩ উইকেটের বিনিময়ে ৮৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৮৮ রান।

এর সুবাদে নিজে ব্যক্তিগন ৭ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। তিনটি জীবন পেয়ে নিজেকে জানান দিচ্ছেন তিনি। এখনও মাঠে সরব রয়েছে তিনি। ইনিংসের ৮৪তম ওভারে মাভুতার করা চতুর্থ বলে দুই রান নিয়ে ব্যক্তিগত দেড়শ ছাড়িয়ে যান মুমিনুল। ২৩৯ বলে ১৭টি চারে দেড়শ করেন বাংলাদেশের এ টেস্ট স্পোশালিস্ট ব্যাটসম্যান।

এদিকে অন্য পান্ত থেকে মুমিনুল হককে সঙ্গ দিয়ে যাচ্ছে মুশফিকুর রহিম। তার থলেতেও যুক্ত হলো আরও একটি সেঞ্চুরি। ৯৯ থেকে ব্রেন্ডন মাভুতার বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি ব্যাটসম্যান। ১৮৭ বলে সেঞ্চুরি করতে ৮টি চার হাঁকান তিনি।

এটি মুশফিকের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ২৩ ইনিংস আর দেড় বছরেরও বেশি সময় পর সেঞ্চুরি পেলেন তিনি। সবশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হায়দরাবাদে ভারতের বিপক্ষে তিন অঙ্ক (১২৭) ছুঁয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক।

আজকের বাজার/এমএইচ