মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন: নিহত ৪

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের কেন্দ্রস্থলে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে প্যারেল এলাকার হিন্দমাতা সিনেমা হলের কাছে ক্রিস্টাল টাওয়ারে আগুন ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। ক্রিস্টাল টাওয়ারের বহু বাসিন্দা আটকে পড়েছেন আগুনে। পরে উদ্ধারকারীরা ক্রেন ব্যবহার করে তাদের নামিয়ে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দমকল সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ৩২ মিনিট নাগাদ আগুন লাগে৷ দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে৷ এরই মধ্যে বহুতলের ভেতর থেকে চলছে উদ্ধার কাজ৷ বহুতল থেকে আটকে পড়া মানুষকে উদ্ধারে ব্যবহার করা হয় ক্রেন৷

দমকলের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, লেভেল-২ ক্যাটাগরির আগুন লেগেছে। কিন্তু পরে আগুনের তীব্রতা আরও বাড়ে যায়। ফলে লেভেল-৩ ক্যাটাগরির আগুন লেগেছে বলে জানায় দমকল৷

এখনও পর্যন্ত ক্রিস্টাল টাওয়ারে আগ্নিকাণ্ডে চার জনের মৃত্যুর খবর জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।