মেক্সিকোর নৈশক্লাবে দুষ্কৃতকারীদের হামলায় ১৫ জন নিহত

মেক্সিকোর মধ্যাঞ্চলে শনিবার ভোররাতে একটি নৈশক্লাবে সশস্ত্র দুষ্কৃতকারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত ও অপর তিন জন আহত হয়েছে।
দেশটির প্রসিকিউটররা একথা বলেন।

গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানসা নগরীতে এই হামলা চালানো হয়। এখানে কর্তৃপক্ষ সংঘবদ্ধ জ্বালানী চোর চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রসিকিউটররা বলেন, নগরীর একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত লা প্লেয়া ক্লাবে হামলাকারীরা এই হামলা চালিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানান, দুষ্কৃতকারীরা মুখোশ পরে হামলা চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর গুয়ানাজুয়াতোয় সফরকালে শুক্রবার জ্বালানী চুরি রোধে তার নীতির ব্যাপারে বক্তব্য দেয়ার কয়েকঘন্টা পর এ হামলা চালানো হল।