মেঘনার চরে আটকা ‘এমভি শাহরুখ-২’

এক হাজারের বেশি যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি শাহরুখ-২’ নামের লঞ্চটি। বুধবার ভোররাতে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জসংলগ্ন মেঘনা নদীর চরে লঞ্চটি আটকা পড়েছে। বেলা ১১টা পর্যন্ত লঞ্চটি আটকে থাকে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

তবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পূবলী নামে ওপর একটি লঞ্চ আটকেপড়া ওই যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘এমভি শাহরুখ-২’। লঞ্চটি মেঘনার কালীগঞ্জ চ্যানেল যখন অতিক্রম করে, তখনই চালক এর সামনের অংশ ডাঙায় তুলে দেন। গভীর রাত উৎকণ্ঠার মধ্যে কাটে।

এই রুটের যাত্রীরা জানান, বরিশালের হিজলা উপজেলা ও চাঁদপুরের মধ্যবর্তী মেঘনার বিশাল অংশে নাব্য–সংকট দেখা দেয়ায় মিয়ারচর চ্যানেলকে নৌযান চলাচলের অনুপযোগী ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এতে নৌযানগুলো বিকল্প পথ ব্যবহার করছে। তবে বিকল্প পথেও নাব্য সংকট দেখা দিয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান