মেট্রোরেলের দুই প্রকল্পসহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন

রাজধানীর পরিবহন খাতকে উন্নত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্প এবং ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপনমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট’ প্রকল্প অনুমোদন দিয়েছে।

রাজধানীর শের-ই-বাংলা নগরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে চারটি সংশোধিতসহ আরও আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজ একনেক বৈঠকে ১ লাখ ২৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।’

এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ৩০ হাজার ৪৬৬ কোটি ২ লাখ টাকা, সংস্থার নিজস্ব ৫১৫ কোটি ৮৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৬৯ হাজার ৪৩ কোটি ৩৭ লাখ টাকা, বলেন তিনি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ