‘মেধার’ ওপর গুরুত্ব দিয়ে ট্রাম্পের নতুন অভিবাসন পরিকল্পনা

নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তরুণ, অত্যন্ত মেধাবী, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের পক্ষ নিয়ে একটি নতুন অভিবাসন নীতির পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে এক ভাষণে তিনি এ কথা জানান। খবর ইউএনবি।

কয়েক দশক ধরে চলে আসা পরিবার ভিত্তিক অভিবাসন নীতির বিষয়ে ডেমোক্রেটদের সঙ্গে বিরোধিতা করে ট্রাম্প বলেন, ‘আমরা চাই অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসুক। আমরা তাদের সাদরে গ্রহণ করি। তবে নতুন অভিবাসন নীতিতে পরিবার ভিত্তিক নয়, বরং আমরা উচ্চতর ডিগ্রিসম্পন্ন, মেধাবী ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দিতে চাই।’

সীমান্তে মানবিক সংকট নিয়ে চলতি সপ্তাহে কর্মকর্তারা বলেছেন, মার্কিন গোয়েন্দা জিম্মায় ২ বছর বয়সী গুয়েতেমালার অভিবাসী এক শিশুর মৃত্যু হয়েছে।

ট্রাম্প ‘কার্যকরী সীমান্ত সুরক্ষার’ পদক্ষেপ নিয়ে বেআইনী সীমান্ত পারাপার বন্ধ করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, এই পরিকল্পনাতে ট্রাম্পের দীর্ঘ প্রতিশ্রুত সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য জনসাধারণের অর্থ প্রদান করার প্রস্তাব রয়েছে।

তবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত কয়েক লাখ অভিবাসীর বিষয়ে করণীয় সম্পর্কে পরিকল্পনাটিতে উল্লেখ করা হয়নি।

আজকের বাজার/এমএইচ