মেহেরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ৭০ শিক্ষার্থী অসুস্থ

মেহেরপুরের মুজিবনগরে কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

ট্যাবলেট খাওনোর কিছুক্ষণ পরেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রিক্তা খাতুন অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে ৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, খালি পেটে কৃমিনাশক ওষুধ খাওয়ার কারণেই অসুস্থতা বোধ করে শিক্ষার্থীরা। প্রাথমিক চিকিৎসায় সব ছাত্রী সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন চিকিৎসক।

আজকের বাজার/আরজেড