মেহেরপুরে কোটি টাকার বেল ফল বিক্রির আশা

জেলার বেল গাছে এখন বেল ফলে ভরপুর। ডালে-ডালে কাঁচা-পাকা বেল ঝুলছে। পথচারীরা মুগ্ধ হয়ে দেখছে। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার সব গ্রামেই বিভিন্ন বাড়িতে বেলগাছে ভরপুর হয়ে ঝুলতে দেখা যায় ফলটি। চলতি মৌসুমে জেলায় অন্তত কোটি টাকার বেল বিক্রি হবে বলে জেলা কৃষি কর্মকর্তারা আশা করছেন। এই অঞ্চলে কেউ-কেউ এই মৌসুমে বেল বিক্রি করেই জীবীকা নির্বাহ করে। প্রতিবছর এই সময় তাপদাহের কারণে জেলা শহরের বিভিন্ন স্থানে অনেককেই বেলের শরবত বানিয়ে বিক্রি করতে দেখা যেতো। এবার করোনার কারণে তাদের দেখা মিলছেনা।

বেল আমাদের দেশের দারুন জনপ্রিয় একটি ফল। বহুগুণের আঁধার রয়েছে বেল ফলে। বেলে রয়েছে ভেষজ গুণ। বেল পেটের নানা রকম রোগ সারাতে কাজ করে। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হক মিয়া জানান- বাণিজ্যিক ভিত্তিতে বেল চাষ না হলেও জেলায় যতো বেলগাছ আছে তা থেকে অন্তত এক কোটি টাকার বেচাকেনা হবে। মেহেরপুরের লেখক তোজাম্মেল আযম জানান-বেল ফলটিকে উড আপেল, বেঙ্গল কুইন্স ও স্টোন আপেলও বলা হয়। পাহাড় ও সমতলভূমি উভয় স্থানেই বেলগাছ জন্মায়, এটি ভারতের স্থানীয় গাছ যা দক্ষিণ-পূর্ব এশিয়ার নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, ফিজি ইত্যাদি দেশে জন্মায়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বেলগাছ পবিত্রতার প্রতীক। ধর্মীয় আচার-অনুষ্ঠানে তারা বেল ফল ব্যবহার করে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান