মেহেরপুরে পাকা আম সংগ্রহ ও বাজারজাত শুরুর সময় নির্ধারণ

বাণিজ্যিকভাবে পাকা আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করে দিয়েছে মেহেরপুরের জেলা প্রশাসন।
আজ রোববার বিকালে জেলার আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আম সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলা প্রশাসক মো. আতাউল গণি ও জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আক্তারুজ্জামান জাত অনুযায়ী আম সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করে রাসায়নিক মেশানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে পাকা আম সংগ্রহ ও বাজারজাত শুরুর সময়সীমা হচ্ছে- বোম্বাইসহ সবধরনের গুটিআম ১৪মে, ক্ষীরসাপাতি, হিমসাগর ও লক্ষ্মণভোগ ২৫ মে, ল্যাংড়া ৩১ মে, ফজলি ২০ জুন, আ¤্রপালি ও মল্লিকা ১০ জুলাই, বিশ্বনাথ ও আশ্বিনা ২৫ জুলাই।