ময়মনসিংহে আকাশ থেকে ছিটকে পড়ল বিমানের তেলের ট্যাংক

আকাশ থেকে আছড়ে পড়া বিমানের তেলের ট্যাংক: ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে হঠাৎ করে আকাশ থেকে ছিটকে পড়েছে প্রশিক্ষণ বিমানের একটি তেলের ট্যাংক।

রোববার বিকেল ৪টার দিকে গফরগাঁওয়ের অদূরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটির দৈর্ঘ্য প্রায় ১৫-২০ ফুট। ট্যাংকটি দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন।

আকাশ থেকে আছড়ে পড়া বিমানের তেলের ট্যাংক

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্যাংকটি দেখে অনেকে বলছে এটি হয়তো প্রশিক্ষণ বিমানের তেলের ট্যাংক।

পাগলা থানা পুলিশের ওসি (তদন্ত) ফায়জুর রহমান বলেন, ‘বটতলা এলাকার মসজিদের পাশে বিমান থেকে একটি তেলের ট্যাংক পড়েছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাই।’

উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান জানান, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানের অতিরিক্ত তেলের ট্যাংক। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজকের বাজার/লুৎফর রহমান