যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ৭ মাসে ১৪ কোটি টাকা রাজস্ব আয়

যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেবার মান বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বাড়তে শুরু করেছে।গত ৭ মাসে ১৩ কোটি ৯৯ লাখ ১৫হাজার ৩শ’ টাকা রাজস্ব আয় হয়েছে।এ সময়ে ৪০হাজার ৬১২টি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে।

যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এ দপ্তরে ৪২হাজার ৪৬৯টি পাসপোর্ট আবেদন থেকে ১৩ কোটি ৯৯ লাখ ১৫হাজার ৩শ’ টাকা রাজস্ব আয় হয়েছে। মাস ওয়ারী পাসপোর্ট আবেদন ও রাজস্ব আয় হচ্ছে- জুন মাসে ৩হাজার ৬৪৬টি পাসপোর্ট আবেদন থেকে ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা, জুলাই মাসে ৬ হাজার ৩৭৫টি পাসপোর্ট আবেদন থেকে ২ কোটি ১০ লাখ ৯ হাজার ১শ’ টাকা, আগষ্ট মাসে ৫ হাজার ২০২টি পাসপোর্ট আবেদন থেকে ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫শ’ টাকা, সেপ্টেম্বর মাসে ৭ হাজার ৫৭০টি পাসপোর্ট আবেদন থেকে ২ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ২শ’ টাকা, অক্টোবর মাসে ৮ হাজার ৩২০টি পাসপোর্ট আবেদন থেকে ২ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৭শ’ টাকা,নভেম্বর মাসে ৬ হাজার ৫৯৫টি পাসপোর্ট আবেদন থেকে ২ কোটি ২৫ লাখ ১১ হাজার ৪শ’ টাকা এবং ডিসেম্বর মাসে ৪ হাজার ৭৬১টি পাসপোর্ট আবেদন থেকে ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৪শ’ টাকা রাজস্ব আয় হয়েছে।

পাসপোর্ট কার্যালয়ের সেবার মান বৃদ্ধি পাওয়ায় খুব দ্রুততম সময়ে পাসপোর্ট আবেদনকারীরা পাসপোর্ট হাতে পেয়ে যাচ্ছেন। পাসপোর্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির কারণে দালাল চক্রদের আনাগোনা নেই।

যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক তারিক সালমান জানান,পাসপোর্ট প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাসপোর্ট করতে আসা নারী-পুরুষ যাতে কোন প্রকার ভোগান্তির শিকার না হন তার জন্য হেল্পডেস্কসহ কাউন্টারগুলোতে সিসি টিভির মাধ্যমে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।যে কেউ হেল্পডেস্কের সহযোগিতায় পাসপোর্ট সংত্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন।বিদেশগামীরা পাসপোর্ট সেবার মান বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ