যার নির্দেশে ফেরি ছাড়েনি তার নির্দেশেই তদন্ত কমিটি

মাদারীপুরের কাঁঠালবাড়ি এক ভিআইপির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় সোমবার তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই তিনটি তদন্ত কমিটির মধ্যে যার ফোনে ফেরি ছাড়া হয়নি সেই মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের নির্দেশেও একটি তদন্ত কমিটি রয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, এএসপি (সার্কেল) আবির হোসেন ও বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) একেএম শাজাহান। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অথচ ওই দিন ‘ভিআইপি যাবে’ বলে ফেরিঘাটের ব্যবস্থাপক সালামকে বার্তা পাঠান জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। মূলত তার অনুরোধ রাখতেই ওই দিন দেরিতে ফেরি ছাড়া হয়। ফলে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায় স্কুলছাত্র তিতাস।

আজকের বাজার/লুৎফর রহমান