যা থাকছে বাংলাদেশ ভবনে

শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৫ মে) দুপুরে ভাবনটি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন।

বিদেশের মাটিতে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন হওয়া নিয়ে আগ্রহের শেষ নেই দেশের মানুষের। তাই সবার জানার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বাংলাদেশ ভবন’। আসুন দেখে নেওয়া যাক কি থাকছে এই ভবনে।

‘বাংলাদেশ ভবন’-এ রয়েছে আধুনিক থিয়েটার, প্রদর্শনী কক্ষ, বিশাল এক লাইব্রেরি। যে লাইব্রেরিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য সম্পর্কিত গ্রন্থ রয়েছে।

ভবনের মূল আকর্ষণ হচ্ছে প্রবেশদ্বারের দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুর‌্যাল। দেশের বাইরে তৈরি এমন একটি ভবনে দেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতার মুর‌্যাল আবেগে আপ্লুত করেছে দেশের মানুষকে।

রাসেল/