যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে দল থেকে পদত্যাগ করছেন

ব্রিটিশ প্রধানমন্ত্র্রী থেরেসা মে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজ শুক্রবার পদত্যাগ করেছেন।
তার পদত্যাগের ঘোষণার পর থেকে দেশটিতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে নতুন নেতা নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। নতুন নেতাই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী এবং তার মাধ্যমে ব্রেক্সিট কার্যকরের পথ সুগম হতে পারে। খবর এএফপি’র।
তবে জুলাইয়ের শেষ দিকে সম্ভাব্য নতুন নেতৃত্ব আসার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন মে।
৩১ অক্টোবর ব্রেক্সিট চুক্তির কথা থাকলেও বিরোধীদের চাপে পরিকল্পনা ভেস্তে যায়।
ইইউ ত্যাগ এবং ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে গত তিনি বছর কাজ করেন এবং ২০১৬ সালে গণভোটের মাধ্যমে থেরেসা প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
মে ঘোষণা দিয়েছিলেন চুক্তি প্রত্যাখ্যাত হলে তিনি পদত্যাগ করবেন। গত মাসে মে আবেগজড়িত কন্ঠে এক বক্তব্যে পদত্যাগের কথা জানান।