যুক্তরাজ্যে লরিতে মৃত্যুর ঘটনায় ভিয়েতনামে ৮ জন গ্রেফতার

যুক্তরাজ্যে লরিতে পাওয়া মৃতদেহ ভিয়েতনামীদের

যুক্তরাজ্যে লরিতে ৩৯ জনের মৃত্যর ঘটনাকে কেন্দ্র করে ভিয়েতনামে আট জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত সকলেই ভিয়েতনামের নাগরিক। গত মাসে লন্ডনের পূর্বাঞ্চলে এসেক্স শিল্প এলাকার একটি পার্কে থাকা লরির ভেতর থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ব্রিটিশ পুলিশ প্রথমে এদেরকে চীনা নাগরিক হিসেবে মনে করে। কিন্তু পরে ভিয়েতনামের কিছু পরিবার তাদের স্বজনেরা লরিটিতে ছিল বলে আশংকা প্রকাশ করে। তবে, আনুষ্ঠানিক ভাবে এসব লাশের পরিচয় এখনও সনাক্ত করা হয়নি।

এদিকে, ভিয়েতনাম নিউজ এজেন্সি গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেছে, দালালী করে লোকজনকে বিদেশে নেয়া এবং অবৈধভাবে বিদেশে অবস্থানের জন্যে এসব সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গত সপ্তাহে এ সংক্রান্ত ঘটনায় জড়িত সন্দেহে ভিয়েতনামের হা তিঞ্চ প্রদেশ থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, লাশ সনাক্তের জন্যে ভিয়েতনামের কয়েকটি পরিবারের ডিএনএ নমুনা ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য: গত ২৩ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতের দিকে লন্ডনের পূর্ব দিকে এসেক্স কাউন্টির গ্রেজ শহরের কাছে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকা লরির ভেতর থেকে ৩৯ জনের মৃতদেহ পাওয়া যায়। এসেক্স পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা মনে করছে যে তাদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর।

আজকের বাজার/লুৎফর রহমান