যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের নিন্দা

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার মিশেল বেচেলেট, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে শরণার্থীদের এবং অভিবাসীদের আটক রাখার নিন্দা জানিয়েছেন।

মিশেল বেচেলেটের মুখপাত্র রবীনা শ্যামদাসানি জানান, যে একজন প্রাক্তন শিশু চিকিৎসক এবং রাষ্ট্রের সাবেক প্রধান হিসাবে শিশুদের দুর্দশার দ্বারা মিশেল বেচেলেট ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন। প্রাপ্তবয়স্ক ও শিশু শরণার্থী উভয়ের জন্য উদ্বিগ্ন তিনি। তিনি এই সমস্ত দৃষ্টিকোণ থেকে গভীরভাবে হতাশ হয়েছেন যে শিশুদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বা খাদ্যে ছাড়াই অতিরিক্ত চাপে মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়। অনেক পরিস্থিতিতে তারা তাদের পরিবার থেকে পৃথক, খুব খারাপ স্বাস্থ্যব্যবস্থার অধীনে।

শ্যামদাসানি বলেন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার অফিস মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা নীতি সম্পর্কে খুবই উদ্বিগ্ন।
এবং তিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে

আজকের বাজার/লুৎফর রহমান