যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঐক্যমতের ইস্যুগুলো দ্রুত বাস্তবায়ন করবে চীন

চীন আগামী ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক সমঝোতার সিদ্ধান্তগুলোর ওপর কাজ শুরু করবে। এছাড়া দেশ দুটি ইতোমধ্যেই যে ইস্যুগুলোতে একমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছে চীন।
বুধবার চীন একথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃবৃন্দের মধ্যে সপ্তাহান্তে ‘সফল’ বৈঠক হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, ‘চীন সুনির্দিষ্ট ইস্যু, যেগুলোর ওপর ঐকমত্য হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নে কাজ শুরু করবে।’