যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা সোমবার ২ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।
সিএসএসই’র পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪:২৫ টা (গ্রীনিচ মান সময় ২০২৫ টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ছাড়িয়ে গেছে এবং এতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ২০ হাজার ২০ জনে দাঁড়ায়।

পরিসংখান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজ্য পর্যায়ে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা নিউইয়র্কে ৩৩ হাজার ৩৬৬ জন করোনাভারাসে মারা গেছে। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সাসে ১৭ হাজার ৪৬৮ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। ক্যালিফোর্নিয়া, নিউজার্সি ও ফ্লোরিডায় মোট ১৬ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছে।

ম্যাসাচুসেটস, ইলিনইস, পেনসিলভানিয়া, জর্জিয়া ও মিশিগানে ৭ হাজারের বেশি লোক করোনার বলি হয়েছে।
করোনাভাইরাসে আক্রা আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর প্রায় ২০ শতাংশ এ দেশে ঘটেছে।
গত ২৭ মে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ১ লাখের এবং ২২ সেপ্টেম্বর ২ লাখের মাইলফলক অতিক্রম করে।