যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়াল

করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫০ লাখ ১৭ হাজার ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৬৩৫ জনের।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মহামারি নিয়ন্ত্রণে রাখতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় অবাক এবং শঙ্কিত ইউরোপ।

এ দিকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৯৬১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৭ লাখ ২৭ হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে ৩০ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত এবং প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।