যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ হাজার ৩২১ জন আক্রান্ত

NEW YORK, NY - APRIL 15: Medical workers work a night shift outside of a special coronavirus intake area at Maimonides Medical Center on April 15, 2020 in the Borough Park neighborhood of the Brooklyn borough of New York City. Hospitals in New York City, which have been especially hard hit by the coronavirus, are still struggling with an influx of COVID-19 cases. (Photo by Spencer Platt/Getty Images

যুক্তরাষ্ট্রে সোমবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৪৬ হাজার ৩২১ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫৩২ জনের মৃত্যু হয়েছে।
এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৪৭ লাখ ১১ হাজার ৩২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার দ্বিতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা সামান্য হ্রাস পেলেও প্রাত্যহিক হিসাবে গত সপ্তাহের পাঁচদিনই এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।
সোমবার করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিং চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে ভাইরাস সংক্রমণ হ্রাস পাচ্ছে। এ দুই অঞ্চলের বর্তমান পরিস্থিতি ‘অত্যন্ত উৎসাহব্যঞ্জক’ মনে করা হচ্ছে।
তবে এক দিন আগে, হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা ডেবোরাহ ব্রিক্স সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এ মহামারির ‘নতুন ধাপে’ প্রবেশ করছে।
গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ৬ লাখ ৮০ হাজার জনে।covid