যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় ৭৪৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার জন হপকিনস ইউনিভার্সিটি এ কথা জানায়।
বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (রোববার গ্রীনিচ মান সময় ০০৩০) জানায়, এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৭৯১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। করোনা থেকে মুক্ত হয়েছে প্রায় ৫ লাখ লোক।
মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত। যদিও ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপীয় দেশগুলোতে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গভর্নরদের তাদের অঙ্গরাজ্যে লকডাউন শিথিল করার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে মধ্য এপ্রিলে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার থেকে কমে বর্তমানে ১ হাজারে নেমে এসেছে।