রংপুরে জাপানি নাগরিক ও খাদেম হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজ

রংপুরে জাপানি নাগরিক হোসিও কুনি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবী রথিশ চন্দ্র শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আজ শনিবার সকালে তার সন্ধানের দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন রংপুরের আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন রথিশ চন্দ্র। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন তারা। কোথাও না পেয়ে রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

রংপুরে জাপানি নাগরিক হোসিও কুনি ও মাজারের খাদেম হত্যা মামলার আইনজীবী ছাড়াও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীও ছিলেন তিনি। এ ঘটনায় আজ সকালে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক ও ঢাকা-রংপুর রেলপথ অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ, হোসিও কুনি ও খাদেম হত্যা মামলায় ৮ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এস/