রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন ডলার নির্ধারণ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রফতানিতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে ৫ বিলিয়ন ডলার।

বুধবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে তোফায়েল আহমেদ ২০১৮-২০১৯ অর্থ বছরের রফতানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানি হয়েছে ৪০ বিলিয়ন ৯৪৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

এছাড়া ২০১৭-১৮ সালে প্রবৃদ্ধি ছিল রফতানি খাতে ৬ দশমিক ৩৬ ভাগ ও সেবা খাতে ৭ দশমিক ৪৩ ভাগ। আর নতুন অর্থ বছরে রফতানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ ভাগ।

তোফায়েল আহমেদ বলেন, এবছর পোষাক তৈরি খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৮ ভাগ। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার। রফতানি হয়েছিল ৩১ বিলিয়নের কাছাকাছি। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৬ ভাগ।

মন্ত্রী আরও বলেন, রফতানির এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে দেশের মোট রফতানি ৬০ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

আজকের বাজার/এমএইচ