রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। রাওয়ালপিন্ডিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১ টায় শুরু হবে ম্যাচটি।

টেস্টে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ খেলা পাঁচ টেস্টেই হার। হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষেও। দেশের বাইরে টেস্টে সময়টা আরও বাজে বাংলাদেশের। হেরেছে টানা আট ম্যাচে, যার ছয়টিতেই ইনিংস ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৯টিতেই হেরেছে টাইগাররা। একমাত্র ড্রটি হয়েছে ২০১৫ সালে। খুলনায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট ড্র করা। এরপর সাফল্য বলতে মুলতান টেস্টে পাকিস্তানকে ভয় দেখানো।

সাকিব আল হাসান আগে থেকেই নেই, বাংলাদেশ এবার পাচ্ছে না মুশফিকুর রহীমকেও। তবে ফিরছেন তামিম ইকবাল। রাওয়ালপিন্ডিতে পেস সহায়ক কন্ডিশন থাকায় বাংলাদেশের পেস আক্রমণ রাখা হয়েছে, এবাদত-রাহী ও রুবেলকে। সাকিব নেই বলে স্পিনে শুন্যস্থান পূরণের ভার তাইজুল ইসলামের ওপর।

এ দিকে, প্রতিপক্ষ পাকিস্তানও তিন পেসার নিয়ে মাঠে নামছে। শাহীন শাহ আফ্রিদির সঙ্গে মোহাম্মদ আব্বাস এবং নতুন পেস সেনসেশন নাসিম শাহের ওপর ভরসা রেখেছে তারা। আর লেগ স্পিনার হিসেবে একাদশে অটোম্যাটিক চয়েজ থাকছেন ইয়াসির শাহ।

পাকিস্তান একাদশ : শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, রুবেল হোসেন।

আজরেক বাজার/আরিফ