রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল চলছে

বিভিন্ন দাবিতে পার্বত বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত নাগরিক পরিষদের ডাকা  ৪৮ ঘন্টার হরতাল চলছে।

পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র রাজনীতি নিষিদ্ধ করা, ১৬ এপ্রিল মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালির মুক্তি এবং ৪ মে রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারীদের বিচারের দাবিতে এ কর্মসূচি ডাকা দেয়।

আজ সকালে হরতাল শুরু হলেও রাঙামাটি শহরে পিকেটারদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। রাঙামাটি শহর থেকে কোনো বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরীণ পরিবহনের একমাত্র বাহন অটোরিকশা চলাচল বন্ধ আছে। রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব জানিয়েছেন, তিন পার্বত্য জেলাতেই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই পিকেটাররা মাঠে আছে।

আরজেড/