রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

রাজধানীর উত্তরখানের শহীদনগর এলাকায় সোমবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি মো. আনোয়ার হোসেন (২৮) নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, আনোয়ার রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১৬-১৭টি মাদক সংক্রান্ত মামলার পলাতক আসামি।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকারবারিদের অবস্থান করার খবর পেয়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে শহীদনগর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

র‌্যাবের ওই কর্মকর্তার দাবি, এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও দাবি করেন, ‘বন্দুকযুদ্ধের’ সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা বড়ি, একটি শটগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।