রাজধানীতে ২ আ’লীগ নেতার বাসায় বিপুল টাকা-স্বর্ণলংকার!

রাজধানীর ওয়ারি এলাকায় দুই আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার দিবাগত রাত ১টার দিকে ওয়ারির লালমোহন সাহা স্ট্রিটের দুটি বাসায় একযোগে অভিযান চালায়। আওয়ামী লীগের ওই দুই নেতা হলেন- গেন্ডারিয়া থানা শাখার সহ-সভাপতি এনামুল হক ইনু ও তার ভাই একই শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভুইয়া।

সহকারী পুলিশ সুপার(এএসপি)ও র‌্যাব সদরদপ্তরের উপ-পরিচালক(মিডিয়া)সুজয় সরকার জানান, তারা আওয়ামী লীগের ওই দুই নেতার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করেছেন। এর আগে গত ১৩ জানুয়ারি নগদ ৪০ লাখ টাকা ও দুটি মোবাইল ফোনসহ এনামুল ও রুপনকে কেরোনীগঞ্জের সুবাদ্দা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অর্থ পাচার মামলায় দুই ভাইয়ের প্রত্যেককে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।

গত বছরের সেপ্টেম্বরে গেন্ডারিয়ায়া এলাকায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কোটি নগদ টাকা ও ৮ হাজার ৭২ গ্রাম স্বর্ণ উদ্ধারের পর থেকেই পলাতক ছিলেন এনামুল ও রুপন। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের চারটি মামলা দায়ের করা হয়। অপরাধ তদন্ত বিভাগের(সিআইডি)উপ-মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, দুই ভাইয়ের ২২টি বাড়ি রয়েছে, যার বেশিরভাগই পুরান ঢাকায়। সেইসাথে ৯১টি ব্যাংক হিসেবে ১৯ কোটি টাকা এবং পাঁচটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান