রাজধানীর সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে বুধবার সন্ধ্যায় ‘রাজধানী সুপার মার্কেটে’ লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, মার্কেটের দোতলায় উত্তর-পূর্বদিকের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মদক জানান, সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেটে মোট ১৭০০টি দোকান রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে ১০৫টি।

নিচতলার একটি দোকানের মালিক নারায়ন চন্দ্র বলেন, তিনি দোতলায় ওয়াশরুমে গিয়েছিলেন এবং একটি ম্যাটট্রেসের দোকানে আগুন জ্বলতে দেখেন।

দোতলার দোকান মালিক বাবলু বলেন, ওই দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকে আগুন লাগতে পারে। তিনি দাবি করেন যে, তার মালিকানাধীন তিনটি দোকানসহ মোট ৭০ থেকে ৮০টি দোকান আগুনে পুড়ে গেছে। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান