রাজশাহীতে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চারঘাট উপজেলার হলিদাগাছী স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন জায়গার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রাজশাহী স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি মালবাহী ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়। এ ঘটনার পরে রাজশাহী থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমির ট্রেনও নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলের দিকে রওনা হতে পারেনি। এতে রাজশাহী স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী।

সকাল ৯টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালগাড়িটিকে উদ্ধার করলে রাজশাহীতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে বলে জানান ওই কর্মকর্তা।