রাজশাহী বোর্ডে পাসের হার সর্বোচ্চ

এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও দেশের সেরা হয়েছে রাজশাহী বোর্ড। এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার হচ্ছে ৯১ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন।

সোমবার রাজশাহী শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল হক প্রামাণিক ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার পরীক্ষা দিয়েছিল দুই লাখ চার হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। পাস করেছে এক লাখ ৮৬ হাজার ৮২৮ জন। ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ৪০ শতাংশ আর ছাত্রী পাশের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ৪৩১টি স্কুলে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে একটি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। রাজশাহী বোর্ডে এবার ২৬৪৬টি স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

জানা গেছে, আট বোর্ডের মধ্যে এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ এবং সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ ।

আজকের বাজার/এমএইচ