রাস‌ে‌ল য়ারে‌ফীনের কবিতা

স্বপ্নময় আব‌ে‌গ

টোকায় ট‌োকায় দু আঙ্গুল‌ে
ন‌ি:শেষ স্বপ্নময় আব‌ে‌গ
ধ‌োঁয়ায় ধ‌োঁয়ায় ধুম্রজাল
জল‌েবন্দী পাহাড়‌ে‌র আকাঙ্খা
সব ছ‌ে‌ড়ে ন‌ি:শ্ব মায়াজাল!!!
পাহাড়ে‌র কান্না স্তম্ভ‌ি‌ত
নাগরিক ব‌ি‌লাসী আয়‌ো‌জন‌ে
ব্যবসায়ী আচরন‌ে উড়‌ে যায় বকপক্ষী
সাইব‌ে‌রি‌য়ার শান্ত অ্যালবাট্রোস।
ভ‌ে‌ঙ্গে চুরমার ন‌ি‌রব কাঠাম‌ো
শহুরে রাত্র‌ি‌র ব‌ি‌লাস‌ি‌তায়___
ন‌ি‌য়ন আল‌ো‌য় ঢুকরে কাঁদ‌ে
বাঁশ‌ে‌র টুকরি‌তে কাত হওয়া জীবন,
ফরমাল‌ি‌নে উড়ে যায় মানবতা
ন‌ৈ‌তি‌ক অবক্ষয়‌ে নেতারা উদ্ভাস‌ি‌ত
হাইড্রল‌ি‌ক শব্দ‌ে জড়ান‌ো চি‌ন্তা
রকমারী আল‌ো‌য় ক্লান্ত নয়ন
প্র‌ি‌য়ার বাহুত‌ে শব্দহীন শয়ন।

আজকের বাজার: আরআর/ ২২ নভেম্বর ২০১৭