রায়হানের বাড়িতে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’নিহত রায়হান আহমদের আখালিয়ার নেহারীপাড়াস্থ বাসায় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের তদন্তকারী দল।

মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম অ্যান্ড অ্যানালাইসিস) মুহাম্মদ আয়ুবের নেতৃত্বে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির সদস্যরা রায়হানের বাড়িতে যান। এ সময় তারা রায়হানের মা, তার স্ত্রীসহ অন্য স্বজনদের সাথে কথা বলেন।

পরে ব্রিফিংকালে এআইজি মুহাম্মদ আয়ুব জানান, এসআই আকবরের পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছেন কি-না সে বিষয়টি তদন্ত করার জন্য তারা সিলেট এসেছেন। তদন্তের অংশ হিসেবেই তারা রায়হানের বাড়িতে এসেছেন এবং তার মা ও স্ত্রীর সাথে কথা বলেছেন।

তিনি জানান, রায়হানের মা ও স্ত্রীর কাছে জানতে চেয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, রায়হান হত্যা সম্পর্কে তারা যে তথ্য পেয়েছেন তা এখনো জানানোর সময় আসেনি। তারা এ ব্যাপারে তাদের কর্তৃপক্ষকে জানাবেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।