‘রায়ের কপি পাওয়ার পর আপিল’

রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ প্রাঙ্গণে রায়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এদিন বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন।

রায়ে খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

রায়ের পর খন্দকার মাহবুব হোসেন বলেন, সার্টিফাইট কপির জন্য আবেদন করা হয়েছে। কপি পেলে আগামী রোববার আপিল করা হবে।

বিশেষ আদালতে রায় ঘোষণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আরো দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮