রিওতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে ১৩ জন নিহত

রিওডি জানিরোর বিভিন্ন বস্তি এলাকায় সোমবার নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী ব্যাপক অভিযান চলাকালে সন্দেহভাজন ১১ অপরাধী নিহত হয়েছে। এসময় দুই সৈন্যও নিহত হয়। খবর এএফপি’র।

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এ নগরীর নিরাপত্তার নেতৃত্ব দেয়া সামরিক কমান্ড জানায়, প্রেসিডেন্ট মিশেল তেমার রিও’র নিরাপত্তা রক্ষায় তাদেরকে পাঠানোর পর এই প্রথম দুই সৈন্য নিহত হলো।

সামরিক কমান্ড জানায়, সামরিক গাড়ি বহর নিয়ে ৪ হাজার ২শ’ সৈন্য মাদক চোরাকারবারিদের পেনহা, আলেমাও ও ম্যারি বস্তিতে প্রবেশ করে অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

তারা জানায়, এ অভিযানে ম্যারি বস্তি এলাকা থেকে ৪৩০ কেজি মাদক উদ্ধার করা হয়।

আজকের বাজার/এমএইচ