রিকশাচালক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

খুলনার তেরখাদিয়ায় রিকশাচালক আব্দুল আলী শেখকে হত্যা দায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- হাফিজ খান, শওকত মোল্লা, নেয়ামত শেখ, মিন্টু, ছলেমান গাজী, জামাল শেখ ও আকতার শেখ।

মঙ্গলবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার আরও পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- কামাল, শরিফুল, ফিরোজ গাজী, মাশিকুল ইসলাম ও আবদুল অদুদ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৮ এপ্রিল সন্ধ্যায় লস্করপুর গ্রামের রিকশাচালক আব্দুল আলী শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা। পরে তারা মরদেহটি নদীতে ফেলে দেয়। এরপর ৪ মে বিকেলে ভৈরব নদ থেকে আব্দুল আলী শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই মিন্টু শেখ বাদী হয়ে ৭ মে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক আবু তাহের ১২ জনকে অভিযুক্ত করে ২০০৭ সালের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

এ পরিপ্রেক্ষিতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আজকের বাজার/এমএইচ