রিকশা চালকদের আন্দোলনের সমালোচনায় মেয়র খোকন

রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চালকদের চলমান আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।খবর ইউএনবি।

ডিএসসিসি রাজধানীর কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে করা বিক্ষোভে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাজধানীর অনেকগুলো এলাকা ঘুরে দেখা যায়, শত শত যানবাহন রাস্তায় আটকে আছে এবং যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।

রাজধানীবাসীর এ দুর্ভোগের জন্য রিকশা চালকদের আন্দোলনের সমালোচনা করে মেয়র খোকন বলেন, এ সমস্যার সমাধানে আমরা রিকশা চালকদের সাথে কথা বলবো।

রাজধানীর একটি হোটেলে এক ওয়ার্কশপ শেষে মেয়র সাংবাদিকদের আরও বলেন, ‘প্রত্যেকের প্রতিবাদের অধিকার রয়েছে, কিন্তু মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে নয়। আমাদের প্রতিবাদের ভাষায় পরিবর্তন আনা উচিত।’

আজকের বাজার/লুৎফর রহমান