রিমান্ড শেষে কারাগারে লোকমান

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী শুনানি শেষে জামিন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ কামরুল ইসলাম লোকমানকে রিমান্ড শেষে আদালতে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে চার বোতল বিদেশি মদ হেফাজতে রাখা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই-বাছাই হচ্ছে। এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদে তার পরিচালিত নিয়ন্ত্রাণাধীন মোহামেডান স্পোটিং ক্লাবের ক্যাসিনো পরিচালনা সংক্রান্ত কিছু তথ্য প্রদান করে, যা যাচাই-বাছাই হচ্ছে। আসামি জামিন পেলে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামিপক্ষে মকবুল হোসেন ফকির ও ব্যারিস্টার ঈসমাইল জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর এ আসামির দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৫ সেপ্টেম্বর রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে তার মণিপুরীপাড়ার বাসা থেকে আটক করে র‌্যাব।

আজকের বাজার/এমএইচ